Saturday , December 28 2024
Breaking News
Home / Countrywide / এবার ক্ষমতায় থাকার জন্য সরকারের ভিন্ন পরিকল্পনার কথা জানালেন রিজভী

এবার ক্ষমতায় থাকার জন্য সরকারের ভিন্ন পরিকল্পনার কথা জানালেন রিজভী

ক্ষমতাসীন আওয়ামীলীগ উন্নয়নে দেশের টাকা লু/টপাট দুর্নীতির করছে এ জন্য দেশের অর্থনৈতিক অবস্থা সংকটের মুখে পড়েছে। প্রতিটি সেক্টরে দুর্নীতি করে নিজেদের নেতাদের পকেট ভরিয়েছে সরকার দাবি বিএনপির। বিদ্যুৎ খাতে শতভাগ সাফল্য কথা বলে জনগণকে এখন বিদ্যুৎ দিতে পারছে না। আর জনগণের দাবি নিয়ে আন্দোলন করার বিএনপির সমাবেশে মিছিলে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আক্রমন করে নেতাকর্মীদের মা/রা হচ্ছে। জনরোষ থেকে বাঁচতে ক্ষমতাসীনরা হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য যা বললেন বিএন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারাদেশ প্রতিবাদ মুখর। এমন মুহূর্তে ক্ষমতাসীনরা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে গু/লি চালাচ্ছে। পাখির মতো বিএনপি নেতাকর্মীদের হ/ত্যা করছে

রিজভী বলেন, অঘোষিত দেউলিয়াত্বের মুখে পড়ে জনরোষ থেকে বাঁচতে সরকার হিংস্র হয়ে উঠেছে।

শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “সরকার তার পুলিশ বাহিনী দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে গু/লি চালিয়ে আবারও প্রমাণ করেছে জবরদস্তি করে আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।’

‘পুলিশের গু/লিতে নিহত আব্দুর রহিম ও নূরে আলমের রক্ত ​​বৃথা যেতে দেওয়া হবে না’ উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বল প্রয়োগ করে ‘জনগণের অভ্যুত্থানে এই সরকারের পতন হবে। তারপর জনগণের সরকার কড়ায়গণ্ডায় বিচার করবে। সকল হ/ত্যাকাণ্ডেরই বিচার হবে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য গত এক যুগ ধরে র‌্যাব, পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন, আইন আদালত সবকিছু সম্পূর্ণ ছাত্রলীগের প্রশিক্ষিত সন্ত্রাসী ক্যাডারদের দিয়ে সাজিয়েছেন। বিরোধীদল দমন করতে ছাত্রলীগ নেতাদেরকে পুলিশের পোশাক পরিয়ে মাঠে নামানো হয়েছে।

রিজভী আরও বলেন, ‘ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গু/লি চালানোর নির্দেশ দেওয়া পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন। পদোন্নতি ও পুরস্কারের লিপ্সায় এসপি সাইফুল বিএনপির সমাবেশে নারকীয় তাণ্ডব চালান বলে জানতে পেরেছি। ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত পরিদর্শক আকরাম হোসেন ও ওসি এনায়েত হোসেন সরেজমিনে এ আদেশ কার্যকর করেন। ইন্সপেক্টর আকরাম হুসেনকে সরাসরি গু/লি করতে দেখা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কালঘড়ায়। তার মৃ/ত পিতা আব্দুল মতিন কিসলু ছিলেন আওয়ামী লীগ নেতা।

প্রসঙ্গত, সরকার ক্ষমতায় থাকার নেশায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিএনপির ওপর নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন এই সরকারকে জনগণই আন্দোলনের মাধ্যমে পতন ঘটাবে।

About Babu

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *