বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা অস্থির হয়ে উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ও প্রতিবাদ মিছিল শুরু করেছে। এদিকে দুই দলের নেতাকর্মীরাও পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে বক্তব্য দিয়ে যাচ্ছে। এবার কি হলে বিএনপি নির্বাচনে যাবে সে বিষয়টি তুলে ধরলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগ শান্তি-শৃঙ্খলার নামে দুনিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেন তিনি।
অন্যদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপির সরকার পতনের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি ও রংপুর টাউন হল মাঠে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘মানুষের র”ক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় যায় না। এই সরকার বিদ্যুৎ ও গ্যাসের টাকা কিছু কোম্পানির হাতে তুলে দিয়েছে। কুইক রেন্টালের মাধ্যমে লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, দলীয় সরকার ও বিএনপি ইভিএমের মাধ্যমে নির্বাচনে যাবে না।
অন্যদিকে মির্জা আজম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হ”/ত্যা করে গণতন্ত্রকে হ”/ত্যা করেছেন। তারাই আজ গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। এ আন্দোলন কখনো সফল হবে না।
এদিকে বিএনপি’র পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। অন্যদিকে, ক্ষমতাসীন আ.লীগের তরফ থেকে বলা হচ্ছে, কোন দল নির্বাচনে আসবে বা নির্বাচনে আসবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এক্ষেত্রে সরকার বা নির্বাচন কমিশনের করার কিছু নাই।