তিক্ত অতীত ভুলে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পা ছুঁয়ে সালাম করেছেন। এসময় তাকে বুকে টেনে নেন ওবায়দুল কাদের। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন একরামুল করিম চৌধুরী।
এ প্রসঙ্গে একরামুল করিম চৌধুরী বলেন, ওবায়দুল কাদের ভাই আমাদের গর্ব। তিনি নোয়াখালীর রত্ন। আমি ওনাকে শ্রদ্ধা করি। অতীতে কি হয়েছে সেটা বাদ। আমি ওনার সঙ্গে দেখা করেছি। পা ছুঁয়ে সালাম করেছি। তিনি আমাকে বুকে টেনে নিয়েছেন। অনেক পরামর্শ দিয়েছেন। আমি তার পরামর্শ ব্যবহার করব। ইনশাআল্লাহ নৌকার জয় হবে।
এর আগে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা নোয়াখালীতে অপরাজনীতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজির বিষয়টি তুলে ধরেন। ওই সব অভিযোগের তীর ছিল সংসদ সদস্য একরামুল করিমের দিকে।
কাদের মির্জার ধারাবাহিক বক্তব্য ও নানা অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ২১ জানুয়ারি ফেসবুক লাইভে আসেন একরামুল করিম চৌধুরী। তখন তিনি বলেন ওবায়দুল কাদেরের দিকে তোপ দাগেন। বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না। ’