চলতি মাসেই বাংলাদেশে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।
এর আগে উন্নত ব্যবস্থাপনার কথা উল্লেখ করে নেপালসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধ করে দেয় দেশটি।
ঢাকায় দূতাবাস বন্ধ থাকলেও শিগগিরই আবার চালু করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এখন থেকে দিল্লিতে উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাসও নেই। চীনে বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখা হয়।
১৯৭৪ সাল থেকে বাংলাদেশে উত্তর কোরিয়ার একটি দূতাবাস রয়েছে। দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং-ইউপ গত সপ্তাহে ঢাকা ছেড়েছেন।