Saturday , January 11 2025
Breaking News
Home / more/law / এবার ইভ্যালি পরিচালনায় ৪ সদস্যের বোর্ড গঠন করে দিল হাইকোর্ট

এবার ইভ্যালি পরিচালনায় ৪ সদস্যের বোর্ড গঠন করে দিল হাইকোর্ট

বেশ কিছু দিন ধরে দেশ জুড়ে আলোচনা-সমালোচনার শীর্ষে রয়েছে অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তাদের বিরুদ্ধে উঠেছে বেশ কিছু অনিয়মের অভিযোগ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির এমডি এবং মহা ব্যবস্থাপক দুজনেই কারাগারে বন্ধি রয়েছেন। তবে এবার এই প্রতিষ্ঠান পরিচালনায় ৪ সদস্যের অন্তবর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট।

ইভ্যালি পরিচালনায় ৪ সদস্যের অন্তবর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এই কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। আজ সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বর্তমানে দেশে অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর ব্যবহার ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে সরকারী ভাবে এই প্রতিষ্ঠান পরিচালনায় কোন নিয়ম-নীতি না থাকায় অধিকাংশ ই-কমার্স প্রতিষ্ঠান নানা কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের প্রতারনা করে আসছে। তবে এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহন করেছে সরকার। এবং সকল ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ন্ত্রনে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে।

About

Check Also

হাইকোর্টের পর্যবেক্ষণ: ২৮ অক্টোবরের ধ্বংসযজ্ঞে দেশকে জাহান্নামে পরিণত করা হয়

২৮ অক্টোবরের ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে দেশ ও দেশের মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *