স্বল্প পরিসরে হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইইউ নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি ইইউ বিষয়টি পুনর্বিবেচনা করবে।
এ সময় তিনি নির্বাচন কমিশনের কাজ নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে জানা যায়, নির্বাচন নিয়ে সংঘাত সৃষ্টি হতে পারে তাই ইইউ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সংঘাতের আশঙ্কায় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন।
প্রি-মনিটরিং টিমের তৈরি প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে, ইইউ জাতীয় নির্বাচনে পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠানোর পরিবর্তে একটি ছোট বিশেষজ্ঞ দল পাঠাতে পারে, বলে জানায় ইইউ।
ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে জানায় যে, তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযুক্ত মনে করে না। তবে ঢাকায় ইইউ সদস্য দেশগুলোর মধ্যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানা গেছে।