ক্ষতমাসীন আওয়ামীলীগ দীর্ঘ দিন ধরে সরকারে থেকে দেশের মানুষের জন্য কাজ করছে। কিন্তু একটি মহল সবসময় আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও বার বার আওয়ামীলীগ ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু সফল হয়নি। তারা এখনো সে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রদায়িকতার নিয়ে যে ঘটনা ঘটছে সেটি কোন দিকে যাচ্ছে বিষয়টি নিয়ে সতর্ক করলেন আওয়ামীলীগকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে তাদের মূল কারণ ছিল ধর্ম নিরপেক্ষতা। তার দালিলিক প্রমাণ রয়েছে। ওই হ/ত্যাকাণ্ডের পর পাকিস্তান থেকে মন্তব্য করা হয়েছিল- এটা (বাংলাদেশ) ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ। তার পরবর্তী সব ঘটনা আমরা জানি।’
তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে সতর্ক করতে চাই, নিশ্চয়ই আমরা চাই সেই ঘটনা যেন আর না ঘটে। কিন্তু চারপাশে যে ষড়যন্ত্র আমরা দেখি, কাদের তোষামোদ করি, কার বিরুদ্ধে কথা বলতে ভয় পাই; কিন্তু তারা করবে এবং এটা খুবই নৃশংস হবে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন আওয়ামী লীগকে সতর্ক করেন।
নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনা প্রসঙ্গে মেনন বলেন, ‘আজ আমি এখানে বিক্ষুব্ধ মন নিয়ে হাজির হয়েছি। আমি ভেবেছিলাম, কয়েকদিন আগে নড়াইল কলেজে যে ঘটনা ঘটেছে, সেটি ওই কলেজে দলাদলির কারণে হতে পারে। কিন্তু গতকাল একই জেলায় আরেকটি ঘটনার পর মনে হচ্ছে পুরো বিষয়টিকে সাম্প্রদায়িক করার চেষ্টা করা হচ্ছে।যাতে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ভেঙ্গে যায়।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। বৈঠকে একাত্তরের খটক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংসহ ওয়ার্কার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি নড়াইলের ঘটায় পর আবারও একই ধরনের যে ঘটনা ঘটছে যা সাম্প্রদায়িক পরিস্থিতি নষ্ট হতে পারে বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিষয়টি নিয়ে সরকারকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি।