আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলার আলোকে আজ রোববার (১৭ জুলাই) দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি। কিন্তু আদালত এ আবেদন নাকোচ করে তাকে কারাগারে নেয়ার নির্দেশ দেন।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বগুড়া দায়রা জজ আদালতে মামলাটির শুনানির দিন ধার্য ছিল বলে জানান অ্যাডভোকেট আব্দুল মতিন। জেরিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু রক্ষা হয়নি তার। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেরিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত ২৮ মে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকর বক্তব্য দেন মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি। এ ঘটনার একদিন পরই তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ ঘটনায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।