Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / এবার অমিতাভের বয়সের হিসাবে ভুল ধরলেন মেয়ে শ্বেতা বচ্চন

এবার অমিতাভের বয়সের হিসাবে ভুল ধরলেন মেয়ে শ্বেতা বচ্চন

বলিউডের অন্যতম কিংবদন্তি ও বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ১৯৪২ সালের এই দিনে (১১ অক্টোবর) পৃথীবিতে আগমন করেন তিনি। গতকাল ছিল এই অভিনেতা ৭৯ তম জন্মবার্ষিকী। আর এই উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন অমিতাভ। যেখানে তিনি লিখেছেন, ‘৮০তম বছরের দিকে পা বাড়ালাম’;

তবে সেখানে মন্তব্যের ঘরে মেয়ে শ্বেতা বচ্চন তা ‘শুধরে’ লিখে দিলেন ‘৭৯’।

অমিতাভ বচ্চন নিজের বয়স ভুলে গেলেন নাকি শ্বেতা ভুল অঙ্ক কষলেন, তা আলোচনার খোরাক হয়েছে সোশাল মিডিয়া ছাপিয়ে ভারতীয় গণমাধ্যমে।

সোমবার বর্ণিল জীবনের ৭৯ বছর পূর্ণ করেছেন বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন; রোববার রাতে ইনস্টাগ্রামে সে কথাই জানিয়েছিলেন তিনি, যা নিয়ে মন্তব্য করেন শ্বেতা।

মন্তব্যের ঘরে কেউ কেউ শ্বেতাকে বলছেন, তার বাবার হিসাবই ঠিক আছে। তবে হিসাব যাই হোক নিজের পোস্টে এখনও আশিই রেখেছেন বাবা; আবার মন্তব্যেও কোনো পরিবর্তন করেননি মেয়ে।

অমিতাভ বচ্চনকে রনবীর সিং, ভূমি পেডনেকারসহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে অমিতাভ বচ্চনের। দীর্ঘ ক্যারিয়ারে ফ্লপ-হিটের সমীকরণ পেরিয়ে মেগাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সত্তর ও আশির দশকে একাধিক সিনেমায় ‘আংরি ইয়ানম্যান’ বাজিমাত করেছিলেন অমিতাভ।

এখনও সমানতালে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘গুডবাই’সহ বেশ কয়েকটি সিনেমা।

১৯৭০-এর প্রথম দিকে “রাগী যুবক” হিসেবে বলিউডে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অমিতাভ বচ্চন। তিনি কর্মজীবনে ১৯০টিরও অধিক সিনেমায় অভিনয় করে পেয়েছেন দারুন সফলতা। সেই সাথে অর্জন করেছেন একাধিক পুরস্কার। তবে এই পরিচয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় তিনি সাবেক রাজনীতিবিদ।

About

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *