বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে গত বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা চলছে যেটার সমাপ্তি এখনও হয়নি। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা সমালোচনা থেকে একটু ঘুরে দাড়াতেই নতুন সমস্যা হাজির। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় থেকে তিন অভিনেতার ছবি সরিয়ে ফেলা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।
সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলের ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের তীর যায় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের দিকে। কিংবা নতুন দায়িত্ব পেয়ে চেয়ারে বসে ছবিগুলো সরিয়ে ফেলেন তারা। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ও সমালোচনা চলছে। ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা রুবেলও। তবে পুরো অভিযোগকে মিথ্যা দাবি করে কড়া জবাব দেন নিপুন। নায়িকা বলেন, মিথ্যা ছড়ানো হচ্ছে। ফারুক, সোহেল রানা ও উজ্জ্বল ভাইদের ছবি সরানোর কোনো কারণ বা কারণ আছে কি? আমি জানি না এই নেতিবাচক বিষয়গুলো কে ছড়াচ্ছে।
তারা আমাদের রোল মডেল। আমাদের কাছে তারা কিংবদন্তি। তারা আমাদের মাথার মুকুট। সমিতির কার্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ফারুক ভাই, সহযোগী হিসেবে সোহেল রানা ভাই ও উজ্জ্বল ভাইয়ের ছবি তোলা হয়। ভাঙা কাঁচ মেরামত করা হয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া ৩ জনের ছবি সরিয়ে দিয়েছি। আমরা ভাবছি শুধু এই তিনজন নয়, তাদের সঙ্গে থাকবেন নায়ক রাজ্জাক, আলমগীর, আহমেদ শরীফ, খলিল সাহেবসহ অনেক কিংবদন্তি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। নায়ক সোহেল রানা এই সমিতি গঠনের প্রস্তাব করেন, নায়ক ফারুক এটি প্রতিষ্ঠা করেন এবং নায়ক উজ্জ্বল সমিতি গঠনে সহায়তা করেন। এই তিনজনের উদ্যোগে গঠিত শিল্পী সমিতির প্রথম সভাপতি হন নায়করাজ রাজ্জাক। সে সময় সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। সমিতির প্রতিষ্ঠার পঁয়ত্রিশ বছর পর শিল্পী সমিতিতে উদ্যোক্তাদের ছবি সম্বলিত একটি নেমপ্লেট তৈরি করা হয়।
শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে যে সকল কর্মকাণ্ড চলছে তা নিয়ে দেশের মানুষ হাসাহাসি করছে বলে জানান নায়ক রুবেল। নির্বাচনের ঝামেলা শেষে এফডিসিতে একটি সুন্দর পরিবেশ দেখতে পাবেন তিনি এমনি আশাবাদী ছিলেন। তবে বর্তমানে আরও নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছে এফডিসি, এমনি মতামত নায়ক রুবেলের।