দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতর দেখা যাচ্ছে অবসরের হিড়িক।আর এরই ধারাবাহিকতায় এবার অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার। জানা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) ৩০ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত মো. শফিকুল ইসলামের অনুকূলে অবসর-পরবর্তী ছুটি মঞ্জুর করা হয়েছে।
এ সময় বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বর্তমান ডিএমপি কমিশনারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো গত বছরেই। তবে সে সময়ে সরকার তাকে অবসরে না পাঠিয়ে তার মেয়াদ বাড়িয়ে দিয়েছিলো আবারো। আর এই কারনে সেই বাড়তি মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনে এবার অবসরে যেতেই হচ্ছে তাকে।