Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / এবার অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন বুবলী, জানা গেল কারণ

এবার অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন বুবলী, জানা গেল কারণ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত দু’জন নায়িকা হলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী, এই দুজনের সাথে বর্তমকান সময়ে যে সম্পর্ক বিরাজ করছে সেটা অনেকটা সাপে-নেউলের মতো সম্পর্ক। তাদের দুজনের মধ্যে সেই শত্রুতা আবারও প্রকাশ পেল। এবার বুবলির ছেলেকে নিয়ে বার্তা দেওয়ায় অপুর বিরুদ্ধে সরাসরি মামলা করবেন এমন ধরনের হুমকি দিয়েছেন শাকিব খানের স্ত্রী বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কড়া হুশিয়ারী দিয়েছেন বুবলী।

শুক্রবার সন্ধ্যায় বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। শুরুতেই অপুর দিকে ইঙ্গিত করে কড়া ভাষায় লেখেন- ‘‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারো নোংরা ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কেউ কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। ‘

তিনি আরও লিখেন- ‘কিছুদিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও ইউটিউবে রয়েছে যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্হা নিতে। ’

বুবলী লিখেছেন, ‘আমি এসব নিয়ে কথা বলি না কারণ এসব নোংরামিতে মনোযোগ দেওয়ার রুচি আমার নেই, কিন্তু সে বা তারা যদি নীরবতাকে সুযোগ মনে করে তাহলে সেটা হবে তাদের মারাত্মক ভুল।’

সম্প্রতি বুবলীকে খোঁচা দিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন অপু। তিনি তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছেন। এতেই চটেছেন বুবলী। শুধু মামলা করবেন বলেই থেমে থাকেননি তিনি। এর উত্তরও পোস্টে দিয়েছেন বুবলী।

তিনি লিখেছেন- ‘আর হ্যাঁ! আমার পারিবারিক লালন-পালন আমাকে কখনোই দুই মুখের সাপের মতো আচরণ করতে শেখায়নি। সুবিধাবাদী হতে শেখানো হয়নি, ধর্ম নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলতে শেখানো হয়নি। গিরগিটির মত রং বদলাতে শেখায়নি, কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি। বিভিন্ন মানুষকে নিয়ে নানান টক শোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি। কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায় নি। বাস্তব জীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সাথে ইনিয়ে বিনিয়ে নাটক করতে পারি না। ’

এর আগে অপু গণমাধ্যমকে বলেন, “পৃথিবীর সব সন্তানই আমার কাছে পবিত্র। সব সন্তানই আমার ভালোবাসা। সন্তানের মানসিক বিকাশের জন্য গতানুগতিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। আমি তিন লাইনের বার্তায় তা-ই প্রকাশ করেছি।’

বুবলির কয়েকটি বিষয় তুলে ধরে সমালোচনাও করেছেন অপু বিশ্বাস। কিণ্তু চিত্রনায়িকা বুবলি অপু বিশ্বাসের নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কড়া জবাবও দেন। অপু বিশ্বাস যে বার্তা দিয়েছেন সেখানে অনেকটা ইতিবাচক বার্তা ছিল। তবে ঠিক কী কারণে বুবলি এমন মন্তব্য করলেন সেটাও অনেকের নিকট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

About bisso Jit

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *