করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ দিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সকল অনিশ্চিয়তার অবসান ঘটিয়ে পরীক্ষা নেওয়ার সময় জানালো শিক্ষামন্ত্রী এমনকি এই পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট করে হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে। সোমবার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এসএসসি ও এইচএসসিতে ১ ঘণ্টা ৩০ মিনিট করে হবে পরীক্ষা।
দেশের শিক্ষা ব্যবস্থা করোনার প্রকোপে ক্ষতির কবলে পড়েছে তবে বাংলাদেশ সরকার কোরনায় সৃষ্ট শিক্ষাখাতের সকল ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে আপ্রান ভাবে কাজ করছে। এরই লক্ষ্যে ইতিমধ্যে গ্রহন করেছে নানা ধরনের পদক্ষেপ।