প্রবাসীরা বাংলাদেশের অর্থনিতীর সব থেকে বড় চালিকা শক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দিয়েই দাড়িয়ে আছে এখনো দেশের অর্থনিতী। আর এই কারনে দেশে এখনো আহামরী বড় কোন সংকট দেখা যাচ্ছে না। এ দিকে এই প্রবাসীদেরই এখনও অনেক ক্ষেত্রে করা হয়ে থাকে তুচ্ছ-তাচ্ছিল্য।
এবার এ নিয়ে একটি ফেসবুক লিখনি প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আসিফ নজরুল।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-
দেশের এই সংকটকালে আবারো বোঝা গেল আমরা আসলে টিকে আছি রেমিটেন্স-এর টাকায়, মূলত মধ্যপ্রাচ্যের শ্রমিকদের পাঠানো টাকায়।
অথচ এই শ্রমিকদের সাথেই তুচ্ছ-তাচ্ছিল্য করি আমরা। বিশেষ করে বিমানবন্দরে তাদের সাথে অমানবিক আচরন করা হয় অনেক সময়।
এদেশ থেকে ডলার পাচারকারীদের আমরা ভিআইপি/সিআইপি মর্যাদা দেই, মাথায় তুলে রাখি। আর যারা ডলার পাঠান তাদেরকে করি তুচ্ছ তাচ্ছিল্য।
আমার যদি ক্ষমতা থাকতো সবচেয়ে বেশী গুরু্ত্ব দিতাম এই রেমিটেন্স যোদ্ধাদের।
স্যালুট তাদের প্রতি।
প্রসঙ্গত, আসিফ নজরুলের দেয়া এই স্ট্যাটাসে কমেন্ট পড়েছে অনেক। যার মধ্যে অনেকেই প্রবাসীদের সাথে হয়রানিমুলক আচরণ বন্ধ করার তাগিদ দেনহ সরকারকে।