সাংবাদিকতা একটি বড় ধরনের মহৎ পেশা। আর এই পেশাই যেন এখন দিন দিন হয়ে উঠছে অনেক বেশি সস্তা আর এক পেশে। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব আসিফ নজরুল। তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন একটি ছোট স্ট্যাটাস। পাঠকদের উদ্দেশে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
এদেশে সাংবাদিকতার মান (হয়তো সুযোগের অভাবের কারণে) যতো কমছে, সাংবাদিকতায় পুরস্কার ততোই বাড়ছে।
মানহীন শিক্ষার এই সময়ে বেসুমার জিপিএ-ফাইভ পাওয়ার মতো অনেকটা।
প্রসঙ্গত, বর্তমানে সাংবাদিকতা পেশা যেন হয়ে গেছে অনেক বেশি সস্তা। সাংবাদিকরা আসল গুরুত্বপূর্ণ সংবাদ ছেড়ে ঘুরে বেড়াচ্ছে ভিত্তিহীন সংবাদের পেছনে। অনেকেই আবার পাচ্ছেন না সঠিক সুযোগ। আর এই কারণেই দেশের সংবাদ মাধ্যম গুলোও হারাচ্ছে জনপ্রিয়তা। আর সমাজ হারাচ্ছে সঠিক সংবাদ পাওয়ার সুযোগ।