সম্প্রতি একের পর এক ছাত্রলীগের নেতা কর্মীদের হামলার স্বীকার হচ্ছে বিরোধী দলগুলোর নেতাকর্মীরা। অথচ নীরব ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয় মামলাও হচ্ছে ভুক্তভোগীদের ওপর। কিন্তু আওয়ামীলীগের শীর্ষ নেতারা শুধু গনতন্ত্রের ফাঁকা বুলি দিয়ে যাচ্ছে। এটাই তাদের গনতন্ত্রের নমুনা। আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ভূশিকা পালন করলে জবাদিহির জায়গা কোথায় প্রশ্ন আসিফ নজরুলের। বিষয়টি নিয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লষক ড. আসিফ নজরুল এর
দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস পাঠকদের জন্য হুবাহু নিচে দেওয়া হলো।
ভারতের প্রতি নতজানু নীতির প্রতিবাদ করে ছাত্রলীগের হাতে প্রাণ হারিয়েছিল আবরার। তার মৃত্যুদিবস উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ সমাবেশ আয়োজন করেছিল গতকাল।
সেখানে তাদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে ছাত্রলীগ। আহত হয়ে তারা হাসপাতালে যাওয়ার পরতাদের উপর আবার হামলা চালিয়েছে ছাত্রলীগ।
অপরাধ ছাত্রলীগের। আর পুলিশ গ্রেফতার করল কিনা সেই অপরাধের ভিকটিম, আহত ছাত্র অধিকার পরিষদ নেতাদের! এতো বড় অন্যায়ের বিচার করলো ম্যাজিষ্ট্রেট ছাত্র অধিকারের নেতাদেরই জেলে পাঠিয়ে!
এই অবিচার এই পাশবিক রাষ্ট্রব্যবস্থা তৈরীর আসল দায় আওয়ামী লীগ সরকারের।
আল্লাহ্-র উপর বিশ্বাস রাখি। তাই বিশ্বাস করি অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে তাদের।
প্রসঙ্গত, আওয়ামীলীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে সব কর্মকান্ড করেছে তার জন্য বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লষক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ছাত্রলীগের এমন ন্যাক্কারজনক কাজের পরিনতির ফল তারা পাবে।