ছাত্রলীগের দুই নেতাকে ‘থানায় নিয়ে’ নির্মমভাবে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটা স্ট্যাটাস দিয়েছেন লেখক সওগাত আলী সাগর, নিচে সেটি তুলে ধরা হল –
এডিসি হারুনের কেলেঙ্কারি নিয়ে পত্রিকায় অনেক কথা লেখা হচ্ছে। সে এত বেপরোয়া- আমার মনে পড়ে না আগে কখনো মিডিয়ায় এই খবর দেখেছি।
২ . পুলিশ কি কাউকে এভাবে মারতে পারে? এটা কি ফৌজদারি অপরাধ নয়? ফৌজদারি অপরাধ হলে তার বিরুদ্ধে মামলা হবে না কেন? কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে না? বিচার চলাকালে তাকে কেন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে না?
৩ . বদলি, প্রত্যাহার, তারা অবশ্যই ফৌজদারি অপরাধের জন্য শাস্তি পেতে পারে না!