Friday , January 10 2025
Breaking News
Home / opinion / এটা নিয়ে তো মিডিয়ার চুপ থাকার কথা না, হতে পারে রিপোর্ট হয়েছে, চোখে পড়েনি: সাগর

এটা নিয়ে তো মিডিয়ার চুপ থাকার কথা না, হতে পারে রিপোর্ট হয়েছে, চোখে পড়েনি: সাগর

দেশে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই ভয়াবহ পরিস্থিতির মধ্যদিয়ে সম্প্রতি সারা-দেশজুড়ে দেখা দিয়েছে লোডশেডিং। আর এর ফলে নতুন করে আবারও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সবাইকেই। তবে দেশের সাধারণ জনগণের বাড়িতে লোডশেডিং হলেও মন্ত্রী-এমপিদের বাসায় এর ব্যতিক্রম।

আর এ নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট কলাম লেখক শওগাত আলী সাগর।

তার স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো-

জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রীর বাড়িতে, এমপির (সংসদ সদস্য) বাড়িতে কেন হবে না? ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। লোডশেডিং যে কেবল আমজনতার জন্য, মন্ত্রী, এমপি আমলারা এই ব্যবস্থার বাইরে- ওবায়দুল কাদের বলার আগে সেটা আমার জানা ছিলো না। আচ্ছা, মিডিয়া কি ব্যাপারটা জানতো! এই ধরনের একটা রাষ্ট্রীয় বৈষম্যমূলক ব্যবস্থা নিয়ে তো মিডিয়ার চুপ থাকার কথা না। হতে পারে কোথাও রিপোর্ট হয়েছে- সেটি আমার চোখে পড়েনি।

জনগণের বাড়ীতে যদি লোডশেডিং হয়, তাহলে মন্ত্রী এমপিদের বাড়ীই কেবল নয়, প্রধানমন্ত্রীর বাড়ীতেও তো লোডশেডিং হওয়া উচিৎ।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনগণের বাড়িতে হলে মন্ত্রী-এমপিদের বাড়িতে কেন হবে না। প্রধানমন্ত্রী যদি এটা করেন তাহলে তিনি সমার্থন করবেন বলেও জানিয়েছেন।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *