নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের নিকট দ্বাদশ জাতীয় নির্বাচনে ঘটতে পারে এমন নানা পরিস্থিতি প্রকাশ করতে বললেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কুড়িগ্রামে নির্বাচন পূর্ব পরিস্থিতি পরিদর্শনকালে কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন। তিনি বলেন, যেটা ঘটে গেছে আপনারা সেটাই লিখবেন, ভালো ঘটে গেলে ভালো, মন্দ ঘটে গেলে মন্দ, আমরা বলবো না মন্দ ঘটে গেলে পাবলিশ করবেন না।
নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের কেউ বাধা দিলে, ভীতি প্রদর্শন করলে, হুমকি দিলে সেটা যে স্থানেই হোক এটা কিন্তু অপরাধ।
এতে শাস্তির বিধান রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি সাংবাদিকদের সঠিক তথ্য নিখতে বলেন এবং সেই সাথে সাংবাদিকদের সাথে কোনো ধরনের অপরাধ ঘটলে সেটা তাৎক্ষনিক বিচারের আওতায় আনার কথা বলেন তিনি।