৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত নারীর লাশের পাশে কান্না করা শিশুটির পরিচয় পাওয়া যায়নি। মর্গে মায়ের লাশ পড়ে আছে। শিশুটিকে একই হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে এক নারী তার ৭ মাস বয়সী মেয়েকে নিয়ে টঙ্গী ফ্লাইওভারে ওঠেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়। নিথর দেহের পাশে বসে কাঁদতে থাকে শিশুটি। পরে পুলিশ লাশ উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আর শিশুটিকে একই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিয়তির কি বিধান একই হাসপাতালে মা-সন্তান যোগাযোগ নেই কারো সঙ্গে। হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। খাওয়ানো হচ্ছে অন্যের বুকের দুধ।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোঃ আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে ওই নারীর মরদেহ হাসপাতালে আনা হয়। আর সন্ধ্যায় শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত। পরিবার খুঁজে পেলে, হস্তান্তর করা হবে।