উন্নত চিকিৎসার লক্ষ্যে ইতিপূর্বে থাইল্যান্ডে দীর্ঘ ৮টি মাস অতিবাহিত করে চলতি বছরের গত ২৭ জুন দেশের মাটিতে পা রাখেন সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তবে দেশে ফিরেছেন দুই সপ্তাহও হয়নি, আর এরই মধ্যে আবারও ব্যাংককের উদ্দেশ্যে দেশ ত্যা করেছেন তিনি।
জানা গেছে, মেডিকেল চেকআপের জন্য মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১.৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রওশন এরশাদ। তার সঙ্গে রয়েছেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য পল্লীবন্ধুপুত্র রাহিগর আল মাহি সাদ এরশাদ ও রওশনের পুত্রবধূ মহিমা সাদ।
উল্লেখ্য, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে গত বছরের ৫ নভেম্বর থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন রওশন এরশাদ। এরপর দীর্ঘ ৮ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৭ জুন আবারও দেশে ফেরেন তিনি।