জন্মদিনকে ঘিরে খুশির শেষ নেই। অনেকেই এই দিনটিকে অনেক ভাবে উদযাপন করে থাকে স্মরনীয় করে রাখতে। সম্প্রতি জন্মদিনকে স্মরনীয় করে রাখতে ভারতের মুম্বাইয়ে সূর্য রাতুরি নামে এক যুবক ব্যতিক্রমী ভাবে জন্মদিন উদযাপন করেছেন। সূর্য রাতুরি এক সঙ্গে ৫৫০টি কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সাড়া ফেলেছে।
বর্তমানে কেক কেটে জন্মদিন পালন সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকে জন্মদিকে একাধিক কেকও কাটেন। তবে এই যুবক জন্মদিনে এক সঙ্গে ৫৫০টি কেক কেটে একদম তাক লাগিয়ে দিয়েছেন। তার এই ব্যতিক্রমী জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ৫৫০টি ভিন্ন ভিন্ন ফ্লেভারের কেক কেটেছেন। ভিডিওতে তাকে দুই হাতে দুইটি ছু/রি দিয়ে বেশ দ্রুততার সঙ্গেই কেক কাটতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদবে জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে সূর্য রাতুরি নামে ওই যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনটি টেবিলে সবগুলো কেক সাজিয়ে রাখা হয়েছে। এ সময় অনেকেই ওই যুবকের চারপাশে দাঁড়িয়ে মোবাইলেল ক্যামেরা দিয়ে তার কেক কাটার দৃশ্য ধারণ করছিলেন। অবশ্য জন্মদিনে ব্যতিক্রমী আয়োজনের ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই ভারতের কর্ণাটকের বিজেপির সংসদ সদস্য বাসভরাজ দাদেসুগুর ছেলে সুরেশের জন্মদিনের আইফোন দিয়ে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। গত বছরের অক্টোবরে তরোয়ার দিয়ে কেক কাটার জন্য ভারতের নাগপুরের নিখিল প্যাটেল নামে এক যুবককে গ্রে/ফ/তা/র করেছিল পু/লি/শ। এছাড়া ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের বাঘপাত জেলায় এক ব্যক্তির রাস্তার মাঝে জন্মদিনের কেক রেখে কেকের ওপর গু/লি করার ভিডিও ভাইরাল হয়েছিল।
প্রায় সময় বিশ্বের বিভিন্ন দেশের নানা ধরনের ঘটনা প্রকাশ্যে উঠে আসে। জন্মদিন উদযাপনেও নানা ধরনের ব্যতিক্রমী ঘটনা সামনে এসেছে। এক সঙ্গে ৫৫০টি কেক কেটে জন্মদিন উদযাপন সকল ব্যতিক্রমী ঘটনা গুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা।