বিয়ের আট বছর পর যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন তিনি।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিমু নিজেই। তিনি বলেন, ডাক্তার বলেছেন ডেলিভারির সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর। তবে সবকিছুই এক সপ্তাহ আগে হয়েছে।
শিমু বলেন, মা হওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আসলে অন্যরকম অনুভূতি। এখন যতই দিন যাচ্ছে অনুভূতি ততই গাঢ় হচ্ছে।
তিনি আরও বলেন, শিশু দুটির নাম এখনো জানা যায়নি। তবে আগে থেকেই পছন্দ করে ঠিকও করেছিলেন। চূড়ান্ত করতে পারেননি। তবে শর্টলিস্ট করে রেখেছেন। শিগগির এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন।
এক ফেসবুক পোস্টে চয়নিকা বলেন, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুর অধ্যায়ে প্রবেশ করেছেন। তিনি ৮ নভেম্বর যমজ ছেলের মা হন।
শিমুকে অভিনন্দন জানিয়ে নির্মাতা আরও লিখেছেন, ‘শিমু তোমাকে অভিনন্দন। জানি, মা হিসেবে তুমি হবে অনন্য। সোনাবাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা।’
সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন।
শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত।