দারদ্রতাকে বিদায় জানাতে এবং পরিবারের মানুষের মুখে হাসি ফুটাতে অনেকেই পাড়ি জমায় সেই দূরের দেশে। প্রবাসীরা একটি নির্দিষ্ট সময়ের পড়ে ফিরে আসে দেশে পরিবারের কাছে। সম্প্রতি জানা গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরত যাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরত যাত্রীকে হয়রানির অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবির নিশ্চিত করেছেন।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সোনা চোরাচালানের সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই কর্মকর্তা। তবে যাত্রীর কাছে কোনো অবৈধ পণ্য বা স্বর্ণ পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, নিজের দেশের মাটিতে যদি নিজেকেই হয়রানির শিকার হতে হয় এর থেকে দুঃখের আর কি হতে পারে। যাত্রী হয়রানি হবার খবর প্রায় শুনতে পাওয়া যায়। সবার প্রত্যাশা এই সমস্যার সমাধান যেন দ্রুত করা হয়।