সরকারের দুর্নীতি, লু/টপাট ও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারনে দেশের অর্থনীতি হু/মকির মুখে পড়েছে। যার কারনে রিজার্ভ সংকটের সৃষ্টি হয়েছে। সে কারনের আবদানি নির্ভর দ্রব্য গ্যাস, জ্বালানি তেলসহ অনেক পন্য ক্রয় করতে হিমসিম খাচ্ছে সরকার। উন্নয়নের নামে মেগা প্রকল্প গুলো থেকে দু/র্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দলের নেতাদের পকেট ভরার সুযোগ করে দেওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে জানান পিনাকী ভট্টাচার্য। বিষয়টি নিয়ে সামাজিক যো/গাযোগের মাধ্যমে একটি স্ট্যা/টাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠ/কদের জন্য সেটি নিচে দেও/য়া হলো।
রিজার্ভ কতো ছিলো গত বছর মনে আছে? ৪৮ বিলিয়ন ডলার। সেইটা এখন কতো ২৮ বিলিয়ন ডলার। এক বছরে বিশ বিলিয়ন ডলার হাওয়া। আমি কী বলছিলাম মনে আছে না? এই রিজার্ভ শুন্য হইতে দুই বছর লাগবে। এইটা বিশ বিলিয়ন ডলারে নাইম্যা আসবে আগামী বছরের শুরুর দিকে। তাইলেই দেখাইতে হবে সাত নাম্বার বিপদ সংকেত।
প্রসঙ্গত, সরকারের লুট/পাটের ধারাবাহিকতায় দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ছে অথচ সরকার বিশ্ব মন্দার অজুহাতে দেখিয়ে জনগণের সামনে ভিন্ন তথ্য প্রকাশ করছে বলে মন্তব্য করে পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে তার প্রমাণ একের এক প্রকাশ পাচ্ছে।