দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক পেয়ে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহি। তারা নির্বাচনী এলাকায় ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। প্রচারণার শুরুতে তিনি নিজ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছে যান।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনও তাকে স্বাগত জানান। ঘরে ঘরে ছুটে চলা মাহিকে স্বাগত জানান তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন মাহি নিজেই। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।
সেখানে দেখা যায়, সুসংগঠিতভাবে পা ধুচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা। এরপর ওই নারীকে জড়িয়ে ধরেন অভিনেত্রী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আদিবাসী ভাইরা আমাকে স্বাগত জানিয়েছে। মা বোনের ব্র্যান্ড কি? ট্রাক ছাড়া আর কি…’
এদিকে রাজশাহী-১ আসনে টানা পঞ্চমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।