সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অনেকটা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। যার ফলে বিমানে থাকা যাত্রীরাও প্রাণে রক্ষা পেল। জানা গেছে, বিমানটি পাকিস্তানে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে অবতরণ করার সময় হঠাৎ করে বিমানবন্দরে উড়ে বেড়ানো একটি পাখি বিমানটির ইঞ্জিনে আঘাত করে। তবে ভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যায় বিমানটি।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ভয়াবহ ঘটনা ঘটে। এদিন বোয়িং ৩৩০ ফ্লাইটটি যাত্রী নিয়ে জেদ্দা থেকে পাকিস্তান যাচ্ছিল। পাখিটি বিমানের ইঞ্জিনে আঘাত করলেও পাইলট নিরাপদে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হন।
সৌদি এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, যাত্রীবাহী ফ্লাইটের ইঞ্জিন ১-এ একটি পাখি আঘাত করেছে। বিমানটি সাময়িকভাবে গ্রাউন্ডেড ছিল। বিমানের বিশেষ প্রকৌশলী কর্মীরা বিমানটির সমস্ত ত্রুটি খতিয়ে দেখে মেরামত কাজ আরম্ভ করছেন। জানা গেছে, এ ঘটনায় ওই বিমানটিকে তার কর্তৃপক্ষ ফিরতি ফ্লাইট পরিচালনা করাতে সক্ষম হয়নি। করাচি থেকে জেদ্দার যে পরবর্তী ফ্লাইট সেটা আপাতত বাতিল করে দেয়া হয়েছে।