নওগাঁর দাখিল পরীক্ষা কেন্দ্রে ভয়াবহ প্রক্সির ঘটনা ঘটেছে। কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীর সবাই ভুয়া। প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সম্পাদকসহ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই চলমান রয়েছে। সাপাহার উপজেলার সরাফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ তুঘলকি ঘটনা ঘটে।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা বলেন, গোপন খবরের ভিত্তিতে তারা জানাতে পারেন সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রে যারা পরীক্ষায় বসেছেন তারা সবাই প্রক্সি দিচ্ছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫৭ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় সম্পাদককেও।
জেলা প্রশাসক আরও বলেন, তারা প্রথম দুটি পরীক্ষা একইভাবে দিয়েছেন। তিনি বলেন, এ কেন্দ্রে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল তাদের প্রধানদের তলব করা হয়েছে।