বর্তমান সরকারের লুটপাট ও টাকা পাচারের কারনে দেশের অর্থনৈতিক অবস্থা সংকটের মুখে পড়েছে। উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক সমস্যার তৈরী করছে যার ফল ভোগ করতে হচ্ছে দেশের জনগণকে। আর এ এই সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আক্রমন করে প্রাণ কেড়ে নিচ্ছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল নিচে পাঠকের জন্য সেটি হুবাহু তুলে ধরা হল।
জ্বালানীর মূল্যবৃদ্ধি আর এই খাতে লুটপাটের প্রতিবাদ করায় আজকে মার খেল বাম জোট। গতরাতে হুমকি দেয়া হয়েছে ছাত্র অধিকার পরিষদকে। এরআগে বিদ্যূতের জন্য মিছিল করে প্রাণ হারিযেছে বিএনপির ২ জন।
কমন কারণে একযুগ ধরে মার খেয়ে চলেছে বিরোধী দলগুলো। এরপরও কি এদের সবার আন্দোলন একসাথে করা যায়না?
গনবিরোধী এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া কোন বিকল্প নেই। না হলে কোন অতলে নামবো আমরা, তা কি বোঝা যাচ্ছে না এখনো?
প্রসঙ্গত, সরকার বিরুদ্ধে আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ঐক্যের নিয়ে মন্তব্য করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার যে ভাবে রাজনৈতিক দলগুলোর আন্দোলন সমাবেশে আক্রমন করছ তাতে ঐক্যের বিকল্প নেই।