বিশ্বকাপে দলের ব্যর্থতার প্রভাব বেশ ভালোভাবেই অনুভব করতে শুরু করেছে শ্রীলঙ্কা। কয়েকদিন আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহের নির্দেশে পদত্যাগ করেন।। বাকিরাও পার পেয়ে যাননি। পুরো বোর্ডকেই বরখাস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী।
আপাতত অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে, সে কমিটির সভাপতি করা হয়েছে শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীনে এই কমিটি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
রানাতুঙ্গা ছাড়াও কমিটিতে আরও ছয়জন রয়েছেন- শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিতা রাজাপক্ষে, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ইরাঙ্গানি পেরেরা ও রোহিনী মারাসিংহে, ব্যবসায়ী হিশাম জামালদিন।
শ্রীলঙ্কা ক্রিকেট মাঠে যেমন এলোমেলো তেমনি মাঠের বাইরেও। বিশ্বকাপে তারা সাতটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছিল। আজ সোমবার নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে কুশল মেন্ডিসের দল।