দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলন দমাতে সরকার শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফাতার করেছে।বিএনপির পক্ষ থেকে বার বার উদ্বেগ জানানো হচ্ছে যে শীর্ষ নেতাদের অনেকেই চিগিৎসার অভাবে কষ্টে আছেন কারাগারে তাদের জামিন দেওয়া হচ্ছে না।কিন্তু সরকারের পক্ষ থেকে বিষয় গুলি আমলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু নেতার মৃ/ত্যু হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে বিশিষ্ট রাজনৈতি বিশ্লেষক ড. আসিফ নজুরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
কারাগারে একের পর এক বিএনপি নেতা-কর্মীর মৃ/ত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
কারাগার সবচেয়ে নিরাপদ একটি জায়গা হওয়ার কথা। সেখানে থাকা অবস্থায় অবহেলা বা নির্যাতনজনিত কারণে কারো মৃত্যু হলে এর দায় অবশ্যই কারা কর্তৃপক্ষকে বহন করতে হবে। দায় থাকবে সরকারের সর্বোচ্চ পর্যায়েরও। মানবাধিকার সংগঠনগুলোর উচিত এবিষয়ে সোচ্চার হওয়া।