দেশজুড়ে ছড়িয়ে পড়া মহামারী সংক্রমনের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই বিদ্যুৎ স্বল্পতা দেখা দেয়ায় গোটা দেশজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনা। তবে দেশ ও দেশের মানুষের মুখের দিকে তাকিয়ে বিদ্যুৎ সংকটে যেন না পড়তে হয়, তা নিয়ে রীতিমতো কাজ করে যাচ্ছে এ সরকার।
আর এরই ধারাবাহিকতায় এবার জানা গেল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের ভারত সফরের সময় ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে।
আজ রবিবার দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফরে যাবেন এবং সেখানে দুই থেকে তিন দিন থাকবেন।
মোদি সরকার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কারণ ঢাকা ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।
এদিকে ভারত-বাংলাদেশ বাণিজ্যের জন্য কলকাতা-চট্টগ্রাম-মংলা বন্দরের মধ্যে পরীক্ষামূলক যান চলাচল শুরু হবে।
আগামী ৫ আগস্ট কলকাতা থেকে প্রথম নৌকা মংলার পশুর নদীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এই রুট ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছানোর সস্তা ও বিকল্প পথ তৈরি করবে এবং একইসঙ্গে বাংলাদেশের জন্য রপ্তানি-আমদানি কন্টেইনার বহন করবে।
এদিকে আজ রোববার (৩১ জুলাই) ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে বিদ্যুৎ সংকট হয়তো আর থাকবে না।