১৯৭৩ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন বর্তমান ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী মৌসুমী। সেই সুবাদে আজ বুধবার (৩ নভেম্বর) ৪৮ বছরে পা দিয়েছেন তিনি। বিশেষ এই দিনটিকে ঘিরে প্রতি বছরই বেশ ঘটা করেই পরিবারের সবইকে নিয়ে উদযাপন করতে দেখা যায় তাকে। তবে এ বছরটা কিছুটা ব্যতিক্রম হতে চলেছে গুণী এই অভিনেত্রীর জন্য।
জানা যায়, এবারের জন্মদিনটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কাটছে এই নায়িকার। গত ১৪ অক্টোবর রাতে মেয়ে ফাইজাকে নিয়ে সেখানে গেছেন মৌসুমী।
অভিনেত্রীর একমাত্র মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক। গত ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হয়। এরপর সে নাগরিক হিসেবে সে দেশের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদনের সুযোগ পায়। মূলত সে কাজটি করার জন্যই মেয়েকে নিয়ে উড়াল দেন মৌসুমী। সেখান থেকে আটলান্টায় মা ও ছোট বোন ইরিন জামানের কাছে আছেন এ অভিনেত্রী। তাদের সঙ্গেই উদযাপন করছেন এবারের জন্মদিন।
এবারের জন্মদিনে নায়িকাকে কাছে পাচ্ছেন না মৌসুমীর বাস্তব জীবনের নায়ক ওমর সানী। স্ত্রী-কন্যার সঙ্গে তারও যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। বিশেষ দিনে স্ত্রীর কাছ থেকে দূরে থাকায় কিছুটা আক্ষেপ যেন ঝরল তার কথায়। মৌসুমীর জন্মদিনে কয়েকটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান ওমর সানী। তার ক্যাপশনে অনেকটা আক্ষেপের সুরে তিনি লেখেন, ‘আমি তোমার জন্মদিনের উৎসব পালন করছি দীর্ঘ ২৭ বছর। কিন্তু আজকের জন্মদিনটি তোমার জন্য আমার পরিবারের জন্য একটা অন্যরকম তাৎপর্য, একসঙ্গে থাকার ইচ্ছে ছিল আমার। ’
এ অভিনেতা আরও লেখেন, ‘যাক আল্লাহর হুকুমে কর্মের কারণে তুমি বাংলাদেশের বাইরে আছো, সারা জাহানের মালিক আমাদের আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন। প্রিয়দর্শিনী মৌসুমী শুভ জন্মদিন।’
অন্যদিকে মৌসুমী বলেন, ‘আমার চেয়ে আমার মায়ের কাছে আমার জন্মদিনটি খুব গুরুত্বপূর্ণ। আমি জন্মদিনকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা করি না। আমার পরিবার, প্রিয়জনরাই এই দিনে বেশি আনন্দ-উচ্ছ্বাসে থাকেন। এখন যেহেতু দেশের বাইরে আছি- তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। সানী, ফারদিন ও বৌমাকে খুব মিস করছি।’
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ১৯৯৬ সালের ২ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেতা ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী। অভিনয়ের পাশাপাশি দীর্ঘ ২৬ বছর ধরে সংসারও সামলে যাচ্ছেন গুণী এই তারকা দম্পতি। বর্তমানে দুই সন্তানের অভিভাবক ওমর সানী-মৌসুমী।