সম্প্রতি ফিলিস্তনিীদের ওপর ইজরাইল হালমা করে হাজার হাজার মানুষকে হ/ত্যা করছে।অথচ পৃথিবীর মানুষ নীরবে দেখছে। শুধু মাত্র নিন্দা জানিয়ে চুপ করে আছেন।আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সমার্থন দিয়ে যাচ্ছে একক ভাবে।কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর কিছু বলতে চায় না কোন দেশ। সবাই নিজের স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে কিছু বলতে চাইছে না।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ফিলিস্তিনী শিশুদের ভিডিও ক্লিপস্ ভেসে আসে ফেসবুকে। চোখে মুখে রক্ত, কপালে ব্যান্ডেজ, মৃ/ত ভাইকে শেষ আদর, আমার মা কোথায়- বলে বুকফাটা কান্না।
আমি একটাও দেখি না ঠিকমতো। একপলক দেখেই বুক দুমড়ে মুচড়ে উঠে। কিছুক্ষন কোন কাজ করতে পারিনা।
অনেক বড় বড় কথা বলতে পারি আমি ফেসবুকে। ধুয়ে দিতে পারি পশ্চিমা রাষ্ট্রগুলোকে। কিন্তু কি লাভ তাতে, কি হবে তাতে?
ফিলিস্তনিীদের জন্য কিছু করার সত্যিকার ক্ষমতা আছে আরব দেশগুলোর। তারা একজোট হয়ে রুখে দাড়ালে কখনো এমন করুণ অবস্থা হতোনা ফিলিস্তিনীদের। আমার বেশী রাগ লাগে এদের উপর।
আমি একজন সামান্য মানুষ। আমার দোয়া’র কি মূল্য আছে জানিনা। তবু মন থেকে দোয়া করি আল্লাহ্ তুমি এই অবিচারের শেষ করো, দয়া করো ফিলিস্তিনী বাবা-মা আর শিশুদের।