চলতি ফেব্রুয়ারির সপ্তাহে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ আসছে সরকারি কর্মচারীদের জন্য। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২২ ফেব্রুয়ারির ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চারদিন ছুটি পাবেন।
ক্যালেন্ডার অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকুরে বা ব্যাংক কর্মী ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।
এ ছাড়া কোনো সরকারি কর্মচারী বা ব্যাংকের কর্মচারী চলতি সপ্তাহে ছুটি নিতে না পারলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি শুক্র এবং শনিবার, এই দুটি দিন সাপ্তাহিক ছুটির দিন। একদিন পরে, 26 তারিখ শবে বরাতের সরকারি ছুটি। সরকারী অফিস আদালত ২৫ ফেব্রুয়ারি (রবিবার) খোলা থাকে। এই একদিনের ছুটি কোনোভাবে ম্যানেজ করলে পরপর চারদিনের ছুটি উপভোগ করা যায়।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।