দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একদিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বন্দর পুলিশের সহ-সভাপতি আবু জহুর, মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে, টাঙ্গাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কালিহাল উদ্দিন, কালিহাল হোসেন খোকন। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রশিদুল ইসলাম রতন, গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালিয়াকৈর শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারিজ উজ্জামান, শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালী কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিয়া), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত মো. হাসেম শকু, বন্দর উপজেলা মো. বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহমেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানা ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানিয়া, দিনাজপুর হাকিমপুর উপজেলা আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য গোলাপ হোসেন।
জানা গেছে, সরকারের পদত্যাগ ও ভোট বর্জনের দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। একই সঙ্গে সব জেলায় নির্বাচনে সহযোগিতা করার এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছে দলটি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত এসব নেতা কোনো না কোনো প্রার্থীর পক্ষে কাজ করেন।