ঘন্টা কয়েকের মধ্যে আই কে ভি (IKB) ইকBAL করিম ভুইয়া সাবেক সেনা প্রধানের আসল চরিত্র আসবে –
তিনি চাইতেছেন ড: ইউনুসের সমকক্ষ হতে হাসিনার শেষ চয়েজ –
অনেক আগেই লিখেছিলাম –
মিলিটারীর একটা ফেইক সুশীল আওয়ামী B Team রেডি রাখছে ( উত্তম মধ্যম যেন কম পড়ে ঘুরায়ে ফিরায়ে আবার আসার ধান্ধা) এবং এইটাই হাসিনার শেষ অপশান।
তিনি —
★ দেশ নেত্রীকে শহীদ জিয়ার সৃতি বিজড়িত কেন্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের মাষ্টার মাইন্ড
★ রাতারাতি সেই জায়গায় আবার বি ডি আর পরিবারের জন্য হাই রাইজ বিল্ডীং।
★ ২০১৪ এর ভোটের নেপথ্যের নায়ক ১৫৪ জন বিনা ভোটের এম পি বানানোর কারীগর।
★ শুধু পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ না করেই কমিশন বাবদ ৬০০ কোটি টাকা লাভ।
★ প্রফেশনাল সেনা বাহিনী কে ঠিকাদার সেনা বাহিনীতে রুপান্তরের মহা নায়ক।
★ BNP মনা প্রায় ৪০ জন সামরিক ( অবঃ) প্রাপ্তদের সাথে ডাইরেক্ট কানেকশন নতুন জয়েন করা কয়েকজনও আছে।
শিক্ষিত ইউনিফর্মের ফুট ফুট সুন্দর এই মহোদয়ের আমল নামা প্রকাশে অনেক টাইগার অফিসারদের ও হাত কাঁপে —–তাই তো আমাকে দিচ্ছেন তথ্য গোপনে।😪
তিনি দাদাদের আজ্ঞাবহ ব্রিলিয়ান্ট পলিট্রিক্সিয়ান ( আই মিন ট্রিক্স) আর আমরা বোকার স্বর্গে থাকি।
বিস্তারিত আসবে খুব শীগ্রহই।
Home / opinion / একটু পরেই ইকবাল করিমেরে আসল চরিত্র আসবে,ড: ইউনুসের সমকক্ষ হতে হাসিনার শেষ চয়েজ তিনি: স্বপন
Check Also
আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন
আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …