Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / একটি লাইন বাদে মাহির স্বামীর স্ট্যাটাস কপি করে দ্বিতীয় বিয়ের খবর জানালেন নাফিজা

একটি লাইন বাদে মাহির স্বামীর স্ট্যাটাস কপি করে দ্বিতীয় বিয়ের খবর জানালেন নাফিজা

বাংলা ধারাবাহিক নাটকের এক সয়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। তবে ব্যক্তিগতসহ নানা কারনে গত বেশ কয়েক বছর ধরেই অভিনয়ের বাইরে রয়েছেন তিনি। আর এর ফলে তার কথা হয়তো অনেকটা ভুলেই গিয়েছিলেন ভক্তরা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়তেই আবারও ভক্তদের স্মরণে এসেছেন গুণী এই অভিনেত্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে তিনি নিজেই দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন। বরের নাম রাজীব হাসান। নাফিজার সঙ্গে তিনিও যুক্তরাষ্ট্র প্রবাসী।

গেলো শনিবার (৬ নভেম্বর) সকালে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে নাফিজা লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই।’

তিনি আরও লেখেন, ‘যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।’

ঠিক একই কথা গেলো বুধবার (৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার তার প্রথম সংসার প্রসঙ্গে লিখেছিলেন। তার লেখাটিই হুবহু কপি করেছেন লাক্স তারকা নাফিজা। তবে রাকিবের লেখা থেকে কিছু অংশ বাদ দিয়েছেন সাবেক এই অভিনেত্রী।

নিজের দুই সন্তানের ভবিষ্যত প্রসঙ্গে রাকিব লেখেন, ‘আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারব, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি।’

মাহিকে বিয়ে প্রসঙ্গে রাকিবের ভাষ্য, ‘আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

রাকিবের বরাত দিয়ে উপরোক্ত অংশটুকু ছাড়া তার পুরো স্ট্যাটাস কপি করেছেন নাফিজা।

তবে যাই হোক, গুণী এই অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার অগুণিত ভক্ত ও শুভাকাঙ্খীরা। আর এ ব্যাপারে মুঠো ফোনের মাধ্যমে নাফিজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘দোয়া করবেন আমার জন্য’। এই মুহুর্তে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি।

About

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *