বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে খুলনার একটি ঘটনা। নিজের মাকে হারিয়ে নানা ধরনের কর্মকান্ড করেছে খুলনার মেয়ে মরিয়ম মান্নান। আর এই কারনে তাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে বেশ ট্রল। এ নিয়ে এবার একটি স্ট্যাটাস দিয়েছেন এডিসি ইফতেখারুল ইসলাম।পাঠকদের উদ্দেশ্য তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু :-
এক ঘটনায় প্রায় অনেকেই কেঁদে কেটে একাকার হয়েছেন! এখন প্রকৃত ঘটনা জেনে নিজের সেই আবেগী কান্নাই আবার তারা ফেরত চাচ্ছেন!
মোরাল অব দ্য স্টোরিঃ অপাত্রে কান্না দান করেন না, পরে চাইলেও আর ফেরত পাবেন না!
আর নয়তো এমনভাবে কাজ করেন যেন, আপনি কাঁদছেন না হাসছেন সেটিই বুঝতে না পারা যায়! পরবর্তী সময়ে সঠিকটা বুঝে বলবেন, এই যে দেখেন আমি আগেই জানতাম তাই তো হাসছিলাম, অন্যরকম হলে বলবেন কাঁদছিলাম! এটা অনেক সুচিন্তকদের পলিসি বলে ধরে নেন! অবস্থা বেগতিক দেখলেই পল্টি নিয়ে নেয়া আর কি!
ছোটবেলায় ইংরেজি বানান ভুলে গেলে আমরা এমনভাবে এ্যালফাবেট লিখতাম যেন আমার ধারণার এবং সঠিকটার কাছাকাছি কিছু একটা বোঝা যায়! স্যার/ ম্যাডামদের বোকা বানাতে চাইতাম। আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই সেই ধারা এখনো অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, ২৯ দিন নিজের মায়ের নিখোঁজের খবর শুনিয়ে নানা ধরনের আবেগী কথা বলেছেন মরিয়ম মান্নান।আর সেই থেকেই পুলিশ খুঁজেত থাকে তার মাকে। শেষ পর্যন্ত তার মাকে খুঁজে বের করে পুলিশ আর সেই থেকেই নাটকীয়তা শেষ হয় এই ঘটনার।