গতকাল ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। ল্যাটিন পরাশক্তির এই টিম যেন হয়ে উঠেছে আরো বেশি অপ্রতিরোধ্য। তবে ফাইনালে উঠেও বেশ সমালোচনার মুখে পড়েছে মেসির দলকে। জানা গেছে তারা জিতে যাওয়ার পড়ে নিজেদের ড্রেসিং রুমে ব্রাজিলকে খোঁচা দিয়ে গেছে প্যারোডি গান। আর এ নিয়ে বেশ মন খারাপ করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার দেয়া সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-
একটা সংবাদ দেখে খুব মন খারাপ হয়েছে।সমর্থকরা অনেক কিছু করবে,সমর্থকদের আনন্দ হবে বাঁধ ভাঙা, কোনো নিয়ম ছাড়া,তাদের আনন্দে ছাগলামি, বাদরামি,নোংরামি,ইতরামি,ফাতরামি সবই থাকবে, এতে দোষের কিছু নাই। কারণ, সমর্থকরা বিভিন্ন জাতের পাতের থাকে।
আর্জেন্টিনার খেলোয়াড়রা নাকি ব্রাজিলকে উপহাস করে ড্রেসিং রুমে প্যারোডি গান গেয়েছে। বিষয়টি খুব হাস্যকর এবং ছোটো লোকি মনে হয়েছে। তাদের দিকে তাকিয়ে সারাবিশ্ব, তাদের মানও যদি এই ইতরামি,ফাতরামি, নোংরামি লেভেলের হয়, তবে তা খুব দুঃখজনক।
তাদের এইটুকুতো জানা উচিত ব্রাজিলে যত ফুটবল লিজেন্ডের জন্ম হয়েছে, মেসি’রা হয়তো জীবনে ততগুলো কলাও খায় নাই। লিজেন্ড কাকে বলে রোনালদিনহোকেদেখে শিখেন, মেসি গোল দেয়ার সময় গ্যালারিতে বসে হাত তালি দিয়েছে।
প্রসঙ্গত, এ দিকে আর্জেন্টিনার মত এত বড় দলের এমন কাজ অনেককে করেছে বিব্রত। তাদের এমনটা করা উচিত হয়নি বলে জানিয়েছেন খোদ আর্জেন্টাইন ভক্তরা।