সাম্প্রতিক সময়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর একটি বক্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমগুলোতেও। তিনি তার বক্তব্যে তার এলাকার মানুষের কষ্ট নেই বলে এলাকাবাসীর অবস্থা তুলে ধরতে গিয়ে নারীদের লিপিস্টিক লাগানোর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘তার এলাকার নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন। চার বার স্যান্ডেল বদলাচ্ছেন’। এবার এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সমালোচক পিনাকী ভট্টাচার্য। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
দরিদ্র মহিলারা যদি লিপস্টিক দিনে তিনবার লাগায়। এটাই একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার যে দেশের মানুষের জীবন এক কঠিন সংকট পার করছে। দুনিয়ার এই সত্যটা যেই ভালশুন জানেনা, সে বাংলাদেশের বানিজ্যমন্ত্রীই শুধু না একজন বিশিষ্ট ধনীও বটে।
তবে একটা শাবাসি টিপু মুন্সিকে দিতেই হয়।
আপনারা খেয়াল করবেন, অনেক ওয়াচফুল থেকেও আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রী কয়বার দিনে লিপিস্টিক লাগায় সেটা আপনি বলতে পারবেন না। কিন্তু মোটু টিপু মুন্সি একটা লার্জ স্যাম্পল সাইজের এলাকার মহিলার দিনে লিপিস্টিক লাগানোর এথনোগ্রাফিক স্টাডি করে রেজাল্ট দিয়ে দিয়েছে। এটা এমেজিং।
আবার জিজ্ঞাসা কইরেন না, দাদা লিপস্টিক লাগানোর সাথে অর্থনৈতিক সংকটের কী সম্পর্ক? এইটা আপনি এক্সপার্ট অপিনিয়ন হিসেবে আপাতত মাইন্যা নেন। একদিন জানবেন, এইটা বলার মতো অথরিটি আমার ছিলো।