বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিওতে হাসনাত বলেন, “অনেকেই ভাবছেন, আমাদের আন্দোলন শেষ হয়েছে। এটি একটি ভুল ধারণা, যা বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা উসকানি পাচ্ছে। বিএনপি গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে প্রতিরোধ করেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্য কোনো রাজনৈতিক দল এতটা দৃঢ় প্রতিরোধ দেখাতে পেরেছে কি না, তা আমাদের খতিয়ে দেখতে হবে।”
তিনি আরও বলেন, “শিবির ও জামায়াতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে। ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জ/বাই কর’— এই ধরনের বক্তব্য স্বাভাবিক করে তোলা হয়েছে, যেখানে মানবিক মর্যাদা হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে সবাই আন্দোলনে নেমেছে, কিন্তু পুনর্গঠনের সময় আমাদের আলাদা করা হয়েছে।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। ফ্যাসিস্ট সরকারকে সরাতে যেভাবে সবাই একসাথে হয়েছে, ঠিক তেমনভাবেই রাষ্ট্র পুনর্গঠনের জন্যও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। পুরনো সংস্কৃতি এবং বিভেদ ভুলে নতুন রাজনৈতিক ধারার বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে। মামলা বাণিজ্য ও অন্যান্য সমস্যার সমাধান রাজনীতির পুরো কাঠামো পুনর্গঠনের মাধ্যমেই সম্ভব, এবং এ জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা অপরিহার্য।”