গোলাম রব্বানী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। একটা সময় নিয়মিত পালন করেছেন ছাত্রলীগের বড় এই পদটি। এরপর দুর্নীতির দায়ে তাকে সরে যেতে হয় এই পদ থেকে। সম্প্রতি তিনি দেশের আরেকজন দুর্নীতিবাজের মুখোশ খুলতে শুরু করে করেছেন। এ নিয়ে তিনি দিয়েছেন তার ভেরিফাইড ফেইসবুক এ নতুন একটি পোস্ট। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো আবার :-
একজন প্রমাণিত দুর্নীতিবাজ কিভাবে ক্ষমতা ও অর্থের জোরে বছরের পর বছর ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারে, কিভাবে দুদক, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, অডিট জেনারেল অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে নূন্যতম লোকদেখানো তদন্তও ঠেকিয়ে দেয়া যায়, তার প্রজ্জ্বলিত উদাহরণ!
এদেশে যে দুর্নীতির বিচার হয় না, স্বয়ং দুদক চেয়ারম্যান মহোদয়ও যে চাক্ষুষ দুর্নীতি জানার পরও সেটি আমলে নেয়ার ক্ষমতা রাখেন না! তার নির্লজ্জ
নিদর্শন!!
প্রসঙ্গত, বর্তমানে রব্বানী কাজ করছেন বাংলাদেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপএ। তবে রাজনীতি থেকে একেবারেই সরে পারেননি তিনি। এখনো রাজনীতির ব্যানারে অনেক কাজ করে যাচ্ছেন সাবেক এই ছাত্র নেতা।