বাংলাদেশ এ পুলিশ বাহিনী দেশের সব থেকে সক্রিয় একটি সংগঠন। দেশের সব পুলিশ সদস্যরা প্রতিনিয়ত কাজ করে থাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। তবে এই পুলিশদের নিয়েই আবার উঠে থাকে নানা ধরনের আলোচনা সমালোচনা। সম্প্রতি এমনি একটি পুলিশের বিতর্কিত কর্মকান্ড উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে।এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জুলকারনাইন। পাঠকদের উদ্দেশে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
একজন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ৩৩টি অ্যাপল ওয়াচ ও ৬ টা ম্যাক বুক কেন কিনবে? বাংলাদেশ সরকারের এ জাতীয় কোন টেন্ডারও আমি খুঁজে পাইনি, আর টেন্ডার থাকলেও কোন ই কমার্স সাইট থেকে বাংলাদেশ পুলিশের এ ধরনের গ্যাজেট কেনার কথা না।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsaerzulkarnain%2Fposts%2Fpfbid02k5XENtmcqqhEmugem378xn3LRkunJgckbWMsH6zHgacj2c8kbNPLR5B24gEB3Bnwl&show_text=true&width=500″ width=”500″ height=”421″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>
প্রশ্ন হলো ৩৩টি অ্যাপল ওয়াচ ও ৬ টি ম্যাকবুক কেনার সমপরিমাণ অর্থই বা তিনি কোথায় পেলেন? আর তিনি যদি ব্যাবসায়িক উদ্দেশ্যেও এসব কিনে থাকেন, তাহলে সরকারী কর্মকর্তা হয়ে ইলেকট্রনিক পন্যের ব্যবসা করার অনুমতি কি তাকে দেয়া হয়েছে?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখবেন কি?
প্রসঙ্গত, এ দিকে তার দেয়া এই স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে বেশ কিছু দিন আগে। অনেকেই ওই পোস্ট এ করেছেন নেতিবাচক কমেন্ট। সকলেই এমন পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন উর্ধতন কর্মকর্তাদের কাছে।