Saturday , November 23 2024
Breaking News
Home / opinion / একজন দায়রা জজ রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতার মাপকাটি হতে পারে না,এবার মুখ খুললেন সিনিয়র নেতা

একজন দায়রা জজ রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতার মাপকাটি হতে পারে না,এবার মুখ খুললেন সিনিয়র নেতা

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হয়েছেন সাবেক দায়রা জজ এবং সাবেক দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চপ্পু। আর এ নিয়ে এখন সারা দেশে আলোচনার শেষ নেই। এ দিকে এবার এ নিয়ে একটি বিশেষ লেখনী লিখেছেন দেশের সাবেক মেজর এবং বিএনপির সাবেক নেতা মেজর অবসর প্রাপ্ত আখতার। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

বর্তমান প্রেক্ষাপট ও রাষ্ট্রীয় কাঠামোতে একজন সাবেক জেলা বা দায়রা জজ এমন কি কমিশনার পদমর্যাদার পর্যায়ের একজন ব্যক্তির রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতার মাপকাটি হতে পারে না। একই ভাবে এই পদগুলি উল্লেখ করে ব্যক্তিকে অবমূল্যায়ন করা হয়।

জনাব শাহাবুদ্দিন একজন যোগ্যতম ব্যক্তি হিসাবেই প্রধানমন্ত্রীর মনোনয়ন পেয়েছেন। এখানে উনার জেলা পর্যায়ের পদ বা কমিশনারের পদ যোগ্যতার কোন মাপকাটি নয়। এই পদগুলি উল্লেখ করে কেউ কেউ উনার যোগ্যতা নিয়ে প্রকারান্তরে আঙ্গুল তুলার প্রশ্ন তুলার চেষ্টা করছে!

জনাব শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা ও অতি পরিচিত এবং উচ্চ ব্যাক্তিত্বসম্পন্য ব্যক্তি যার নিজের যোগ্যতা বলেই রাষ্ট্রপতি পদে সরকারী দলের মনোনয়ন পেয়েছেন। আমি উনার সর্বাঙ্গিন সফলতা কামনা করছি।

প্রসঙ্গত, ইতমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত করা হয়েছে রাষ্ট্রপতি হিসেবে। এখন তার সামনে দেশের ২২তম রাষ্ট্রপতি হতে নেই আর কোনো বাধা। এখন শুধু বাকি অণুষ্ঠানিকতার মাধ্যমে তার শপথ গ্রহণ করা।

About Rasel Khalifa

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *