Friday , November 22 2024
Breaking News
Home / opinion / একজন এমপি একজন পুলিশ সুপারের কাছে কতটা অসহায়,নাকে তেল দিয়ে ঘুমানোর দিন শেষ মনে হচ্ছে:আশরাফুল আলম

একজন এমপি একজন পুলিশ সুপারের কাছে কতটা অসহায়,নাকে তেল দিয়ে ঘুমানোর দিন শেষ মনে হচ্ছে:আশরাফুল আলম

জাতীয় শোক দিবসে বরগুনাতে ছাত্রলীগের নেতা কর্মীদের পিটিয়েছেন পুলিশ। আর এই ঘটনা এখন টক অব দ্যা টাউনে পরিনীত হয়েছে সারা দেশে। বিশেষ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে এই ভাবে মারার কারনে খেপেছেন অনেকেই। এবার এ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব জনাব আশারুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-

শোক দিবসে বরগুনার ঘটনা দেখে তিন তিন বার ভাষা হারিয়ে ফেলেছি।তাই অনেক কিছু বলার থাকলেও তা লিখতে পারিনি।

প্রথমবারঃ

একজন বর্ষীয়ান ঝানু রাজনীতিবিদ একজন অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কতটা অসহায় তা দেখতে হয়েছে।পুলিশের ওই কর্মকর্তা কোনো পেশাদার আচরণ করেননি।গায়ে পোশাক না থাকায় তার আচরণ দেখে প্রথমে স্থানীয় মাস্তান প্রকৃতির কেউ একজন মনে করেছিলাম।

দ্বিতীয় বারঃ

ছাত্রলীগের কর্মীদের জঘন্যভাবে রক্তাক্ত করার পরও জেলা ছাত্রলীগ বাধ্য হয়েছে পুলিশের ওই কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে প্রেস কনফারেন্স করতে(তা যে কোনো কারণেই হোক না কেন)।

তৃতীয়বার :

যখন দেখলাম প্রত্যাহারের নামে ওই পুলিশ কর্মকর্তা উল্টা ভালো জায়গায় ন্যস্ত করে পুরস্কৃত করা হয়েছে।

নাকে তেল দিয়ে ঘুমানোর দিন শেষ মনে হচ্ছে।

প্রসঙ্গত, এ দিকে ইতিমধ্যে ঐ পুলিশ সুপারকে বদলি করে পাঠানো হয়েছে বরিশাল। তবে এতেও যেন ক্ষ্যান্ত হননি সেখানকার এমপি। তিনি ঐ পুলিশের স্থায়ী বহিষ্কার চান বলে জানিয়েছেন।

About Rasel Khalifa

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *