চিত্রনায়িকা অপু বিশ্বাস, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, এবং জাহিদুল ইসলাম আপনকে আসামি করে মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। মামলাটি দায়ের হয় চলতি বছরের ২৪ আগস্ট।
প্রযোজক সিমি ইসলাম দাবি করেন, অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম তার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন। এই অভিযোগে তিনি জানুয়ারির ২৮ তারিখে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রযোজক সমিতির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো সুরাহা পাননি, ফলে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।
অভিযোগ অনুযায়ী, অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম গত বছরের আগস্টে সিমির চ্যানেলটি হ্যাক করেন। অপু চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, তা রাখেননি। এরপর মধ্যস্থতাকারী হিসেবে হিরো আলমের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে, চ্যানেলটি ফিরিয়ে দিতে অপু বিশ্বাসের পক্ষ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়।
দর-কষাকষির পর চ্যানেল ফিরে পাওয়ার জন্য সিমি হিরো আলমকে ৫ লাখ টাকা প্রদান করেন। চ্যানেলটি ফিরিয়ে দেওয়া হলেও, পরে দেখা যায় চ্যানেলের ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে। সিমি বিষয়টি অপু ও হিরো আলমকে জানালে তারা ভিডিওগুলো ফেরত দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ করেন।
এ বিষয়ে প্রযোজক সিমি ইসলাম গণমাধ্যমকে জানান, বহুদিন ধরে অপুকে অনুরোধ করেও কোনো সুরাহা হয়নি। প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুর মধ্যস্থতাও কাজে আসেনি। পরে হিরো আলম বিষয়টি সমাধান করার কথা বলে টাকার বিনিময়ে চ্যানেল ফেরত দিলেও ভিডিওগুলো মুছে ফেলা হয়।