রাজধানী ঢাকায় আগামী 10 ডিসেম্বর বিএনপি ঘোষণা করা সমাবেশের স্থান নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে সরকার এবং বিএনপি’র মধ্যে। বেশ কিছু কারণ দেখিয়ে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কিন্তু বিএনপি যেকোনো মূল্যে সমাবেশ পল্টনেই করার ঘোষনা দিয়েছে। এবার এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সমালোচক পিনাকি ভট্টাচার্য। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
শেখ হাসিনা, তোমাকে দশ তারিখ শান্তিপূর্ণ সমাবেশ করতে দিতে হবে। বিএনপি যেইখানে করতে চাইছে সেইখানেই দিতে হবে।
বাংলাদেশের সংবিধানের মতে সভা সমাবেশের জন্য কোন অনুমতির প্রয়োজন নেই। এটা বৈধ নাগরিক অধিকার। পুলিশকে ইনফর্ম করলেই যথেষ্ট। কারণ যানবাহন চলাফেরা নিরাপত্তা ইত্যাদি যেন আগে থেকে পরিকল্পনা করতে পারে। পুলিশ রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেয়ার কে? দেশটা কী পুলিশের বাপের?
সমাবেশের জায়গা নিয়া মুলামুলি করলে বিশেষ ডলা খাইবা। এইটা মাথায় রাইখো।
সমাবেশের সময়ে ইন্টারনেট বন্ধ রাখো কেন? এইটা কেমন ফাইজলামি? বিটি আর সি তোমার দেখতেছি সাহস বাইড়্যা গেছে। ইন্টারনেট নেটওয়ার্ক সার্কুলার দিয়া বন্ধ রাখতেছো এইটার মানে জানো? এই সার্কুলার তো তোমার হসঃ;চা/তে হা+ন্দাই* বে।
ইন্টারনেটে এক্সেস একটা বেইসিক হিউম্যান রাইটস বা মৌলিক মানবাধিকার।
বিটিআর সির সর্দার তুমি তো এই সার্কুলারের কারণেই স্যাংশন খাইবা। রাস্তা তো ক্লিয়ার করতেছো বাম্বু খাওয়ার।
প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করতে বর্তমান ক্ষমতাসীন দলকে সরকারের ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলনে নামছে। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে দলটি। তাছাড়া দলটি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি।