Thursday , December 26 2024
Breaking News
Home / National / এই সরকার জনগণের স্বাচ্ছন্দ্য বুঝে সিদ্ধান্ত নেয়:অতিরিক্ত তেলের দাম নিয়ে বললেন সাবেক ছাত্রলীগ নেতা

এই সরকার জনগণের স্বাচ্ছন্দ্য বুঝে সিদ্ধান্ত নেয়:অতিরিক্ত তেলের দাম নিয়ে বললেন সাবেক ছাত্রলীগ নেতা

দেশে হঠাৎ করেই জালানী তেলের দাম বৃদ্ধির কারনে দেখা দিয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। সাধারন জনগন থেকে শুরু করে বিশিষ্ট সকলেই এখন জালানী তেলের দাম নিয়ে বেশ চিন্তিত। এ দিকে এই তেলের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে বেশ খোলাখুলি একটি বর্ণনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হলো হুবহু:-

কেন জ্বালানী তেলের মূল্য সমন্বয়?

বিশ্ববাজারে জ্বালানি তেলের উর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে।

ভারত ২২ মে ২০২২ তারিখ থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে।
এই মূল্য বাংলাদেশী টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। ( ১ রুপি = গড় ১.২৩ টাকা)।

বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্টোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রয় হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা শতভাগ।

এশিয়ার অনান্য দেশ যেমন –
নেপালে ডিজেল ১২৭ টাকা, ইন্দোনেশিয়া ১৩৮, সিঙ্গাপুর ১৮৯ টাকা, চীন ১১৮ টাকা, আরব আমিরাত ১২২.৮০ টাকা ও হংকং এ ২৬০ টাকা।
অন্যান্য দেশ অনেক আগেই তাদের জ্বালানির দাম বাড়িয়েছে
আর বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে এসেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্যও অপেক্ষা করেছে।

জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই জ্বালানী তেলের মূল্য এডজাস্টমেন্টে যেতে বাধ্য হচ্ছে সরকার।

২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য রি-এডজাস্টমেন্ট করবে সরকার।

বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে (ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।

বর্তমানে, আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।

প্রসঙ্গত, বাংলাদেশ এখন খুব বাজে ভাবে ফেসে গেছে অর্থনৈতিক মন্দার বেড়াজালে। আর এখান থেকে উত্তরণ হওয়া একটি বড় চ্যালেণঞ্জ হয়ে দাড়িয়েছে দেশের সরকার থেকে শুরু করে দেশের জনগনের জন্যও।

About Rasel Khalifa

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *