বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন হ/”ত্যা হয়েছিল সেদিন ভোরে জিয়াউর রহমান সুটেড বুটেড ছিলেন। সেটার কারণ কি? তাহলে কি তিনি জানতেন যে, এমন কোন ঘটনা ঘটানো হবে? তিনি মহান নেতার হ”/’ত্যাকাণ্ডের কথা শোনার জন্য কি তাহলে অধীর হয়ে অপেক্ষা করছিলেন? একজন সেনাপতি হিসেবে তার দায়িত্ব কি ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করা। কিন্তু সেখানে তিনি তা না করে হ/”ত্যাকাণ্ডের বিষয়ে বলেছিলেন, ‘সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার’।
রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রেসক্লাবে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। কিন্তু সত্য কথাগুলোই বলছি। সত্য কথা না বললে তথ্যমন্ত্রী হিসেবে জাতির কাছে দায়বদ্ধ থাকবো। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খু’/’নিদের বিদেশে পালানো ও বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধু হ/”ত্যার জন্য কারা দায়ী সে বিষয়ে সঠিক তথ্য সঠিক তথ্য সন্নিবেশিত করতে একটি কমিশন গঠন করতে হবে। এছাড়া যারা বেঁচে আছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ। মে মাসে তা ছিল ৭ শতাংশের নিচে। মে মাসের পর তা কিছুটা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৫ শতাংশে। যেখানে ইউরোপীয় ইউনিয়নে ৯ দশমিক ৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৫ শতাংশ, যুক্তরাজ্যে ৯ দশমিক ৪ শতাংশ। সে তুলনায় আমাদের দেশে অনেক কম। তাই আমরা এটাকে শিথিল বলছি না, আমরা চেষ্টা করছি।
হাছান মাহমুদ বলেন, সরকার জ্বালানির দাম বাড়ায়নি, পাশের বাড়ির সমান করেছে। কলকাতায় ডিজেল ১১৬ টাকা। আর আমাদের দেশে হয়েছে ১১৪ টাকা।
তিনি বলেন, আজকের মুদ্রাস্ফীতি নিয়ে কাগজে বড় বড় রিপোর্ট এসেছে। রিপোর্টিং হবে এটাই স্বাভাবিক, আমি কোন দোষ দেখি না। কিন্তু এটা যদি বলা হয় যে, কিন্তু সেটির সঙ্গে বিশ্বে কী হয়েছে সেটি যদি বলা হয়, তাহলে আমি এটাই বলবো যে, সেটাই হবে স্বচ্ছ এবং সঠিক সাংবাদিকতা। বাংলাদেশ কি ঘটছে সেটাকে রঞ্জিত না করে, সমগ্র বিশ্বে কোন পরিস্থিতি বিরাজ করছে সেটা তুলে ধরা। আর তা যদি না করা হয় তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে। আমরা বারবার বলছি বিশ্ব অর্থনীতিতে মন্দা অবস্থা বিরাজ করছে। তেলের দাম কমে গেলে আমরাও দেশে তেলের দাম সমন্বয় করব।